বাংলাভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক এম এ হাকাম হীরার মা মরহুম আবদুল আলীর স্ত্রী আলহাজ্ব আমেনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ জুন) সকাল সাড়ে দশটার সময় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
পরিবার সূত্রে জানাগেছে, বুধবার রাতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, তিনি সাত সন্তানের মধ্যে চার জন পুত্র ও তিনজন কন্যা সন্তানের জননী ছিলেন। এরমধ্যে পুত্র সন্তান সার্জেন্ট আহাদ ২৮ অক্টোবর ১৯৯৯ইং সালে চাকুরীরত অবস্থায় ঢাকায় ছিনতকাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু বরণ করেন। যার স্মৃতিতে ঢাকা গুলিস্থানে সার্জেন্ট আহাদ পুলিশবক্স ও নালিতাবাড়ী পৌরশহরে সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গন করা হয়। ছোট সন্তান আসলাম ইকবাল সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরীরত অবস্থায় ২০১৮ সালের ২১ এপিল অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। বড় সন্তান আবদুল হান্নান আনোয়ার গ্রুপ অব ইন্ড্রাষ্টিজের এক্সকিউটিভ ডিকেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। বড় মেয়ে তাহমিনা বানু মিনা ময়মনসিংহ সানফ্লাউয়ার স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তাছলিমা বেগম নিরা এবং তৌহিদা আকতার ঝড়া গৃহিনী।
সাংবাদিক এম এ হাকাম হীরার মায়ের মৃত্যুতে শেরপুর জেলা প্রেসক্লাব ও অন্যান্য উপজেলার প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।