শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দারুল আরকাম সরকারি মাদ্রাসার ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ  সম্পন্ন তাহিরপুরে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি” প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার গাজীপুরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন দক্ষিণ সাতলা-রাজাপুর ৪ কি.মি. ইটের সোলিং রাস্তার বেহাল দশা নকলায় ‘মাদক’কে না বলুন কর্মসূচি বাস্তবায়ন বরিশালে নিরাপদ খাদ্য পরিদর্শকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গাজীপুরে দারুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় কোরআন সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে পরিবেশ নদী বায়ু দূষণ ডেঙ্গু মশার উৎপাতে জনসচেতনতার দাবিতে মানববন্ধন গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সেবা সপ্তাহ উপলক্ষে নকলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা | সময়ের দেশ

রেজাউল হাসান সাফিত, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে

ভূমি সেবা সপ্তাহ (৬ জুন থেকে ১০ জুন) উপলক্ষে সকল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ভূমি মালিক তথা সেবা গ্রহীতাদের সেবাদানে এবং নিজের ভূমির খাজনা (ভূমি উন্নয়ন কর) নিজেই পরিশোধে করার সুবিধার্থে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা ডিজিটালাইজড করার লক্ষে তাদের কাছে তথ্য সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

 

“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকালচ্ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার শেরপুরের নকলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষে সপ্তাহব্যপী ওয়ানস্টপ ভূমি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান। এ কার্যক্রম উদ্বোধনরে পর থেকে যতই সময় যাচ্ছে, ততই ভূমি মালিকরা নিজের জমির মালিকানা ডিজিটালাইজড করতে তথ্যদানে আগ্রহী হচ্ছেন।

৭ জুন সোমবার দুপুরের দিকে নকলা উপজেলা ভূমি অফিসে এবং সন্ধ্যায় নকলা সদর ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমি মালিকরা সেবা নিতে ও তথ্য দিতে অপেক্ষাগারে বসে অপেক্ষা করছেন। সংশ্লিষ্ট ভূমি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা সেবা দানে ও ভূমির মালিকদের কাছে তথ্য সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উপসহকারী ইউনিয়ন ভূমি অফিসার মো. হযরত আলী জানান, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা গ্রহীতাদের স্বল্প ব্যায়ে, কম সময়ে ও সহজ সেবা প্রদানের জন্য ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি উন্নয়ন কর আদায়ের সকল ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। ভূমি সেবা গ্রহীতাদের উপস্থিতি ও সেবার মান বাড়াতে এরই মধ্যে ব্যাপক প্রচারনা চালানো হয়েছে। প্রচারনার অংশ হিসেবে মাইকিং করা, জনগুরুত্বপূর্ণ স্থানে লিফলেট-পোস্টার ও বিভিন্ন শ্লোগান সমৃদ্ধ ফেস্টুন লাগানো উল্লেখযাগ্য।

সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ জানান, জমির মালিক তার সহজে ভূমির খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধ করতে পারছেন। এই ব্যবস্থাপনাকে ডিজিটাইলজড করতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ১০টি মডিউলসমৃদ্ধ ভূমি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (এলআইএমএস) নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সফটওয়্যারের আওতায় অন্য মডিউলগুলোর মধ্যে ভূমি নামজারি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা, ভূমি নামজারি পর্যালোচনা ব্যবস্থাপনা, ভূমি মিস কেস ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা, খাজনা সনদ ব্যবস্থাপনা পদ্ধতি অন্যতম। ভূমি সেবার বাকি কার্যক্রমগুলো পর্যায়ক্রমে এর আওতায় আসবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা পদ্ধতি চালু হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে বলে তিনি জানান। তিনি আরও জানান, কোন ভূমির মালিক তার জমির সঠিক তথ্য ভূমি অফিসে গিয়ে একবার দিলে ও ডিজিটালাইজড করা হলে, পরে ওই জমি নিয়ে আর কোন সমস্যা পোহাতে হবে না; অফিসে দৌঁড়াতে হবে না। ঘরে বসেই নিজের জমির সেবা নিতে পারবেন এবং নিজের ভূমির তথ্য ঘরে বসেই আপডেট দিতে পারবেন। এতে কমবে হয়রানি, বাঁচবে সময় ও অর্থ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102