শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরমারা গ্রামের মড়ল বাড়ির আশকর আলীর বড় ছেলে রহুল মিয়ার ২য় পুত্র ইব্রাহীম খলিল (১০) পানিতে ডুবে মারা যায়।
শুক্রবার (০৪ জুন) দুপুরে বৃষ্টির সময় খেলা করতে করতে ছেলেটি তার বড় ভাই পারভেজ(১১) সহ কয়েকটি শিশুর সাথে পুকুরে নামে,পরে গোসল শেষে বন্ধুরা দেখে ইব্রাহীম নিখোঁজ। পরে তার আত্মীয় স্বজন ও স্থানীয়রা খুঁজাখুঁজি করে ওই পুকুর থেকে ইব্রাহীমের মরদেহ উদ্ধার করে।জানা গেছে পুকুরটির গেরামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মড়ল বাড়ির যৌথ মালিকানাধীন। ধারনা করা হচ্ছে সাতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে। ইব্রাহীম গেরামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।গেরামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল হক পরে বিষয়টি নিশ্চিত করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।সন্তান কে হারিয়ে নিস্তব্ধ বাবা-মা ও তার পরিবার।