সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা অবৈধ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শাহআলম (ফকির)। ২রা ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার তাড়াশ উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই লিখিত অভিযোগ পেশ করেন।এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মিলন খান যুগ্ন আহ্বায়ক তাড়াশ উপজেলা যুবদল জনাব, এস,এম,তারেক যুগ্ন আহ্বায়ক তাড়াশ উপজেলা যুবদল জনাব, পি এম নজরুল ইসলাম যুগ্ন আহবায়ক তাড়াশ উপজেলা যুবদল জনাব,সোহেল প্রধান যুগ্ন আহবায়ক তাড়াশ উপজেলা যুবদল। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাড়াশ উপজেলা যুবদলের বিগ্রেড প্রধান ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি হাসনাত রাব্বি সুমন,সদস্য তৌহিদ আলম, আলামিন প্রামানিক, সজিব খান, গোলাম কিবরিয়া বরাত স্বাক্ষরে ৮ ইউনিয়ন যুবদলের আহ্বায় কমিটি অনুমোদন করেছে যাহা সংবিধান পরিপন্থী । এই অবৈধ ইউনিয়ন আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার আহ্বান জানান উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শাহ আলমসহ, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ লিখিত অভিযোগ সূত্রের জানা গেছে ২৫-০৭-২০২০ সালে তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় সিরাজগঞ্জ জেলা যুবদল ।তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস,এম,তারেক” দৈনিক সময়ের দেশ” কে বলেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি কে বা কাহারা দলের গঠনতন্ত্র ভঙ্গ করে রাতের আঁধারে তাড়াশ উপজেলার ৮ টি ইউনিয়ন যুবদলের আহ্বায় কমিটি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ভাইরাল করে, তাড়শ উপজেলার আহ্বায়ক এবং সদস্যদের অজান্তে, তাই আমি এই কমিটির দ্রুত বিলুপ্তির ঘোষণা করে তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের দাবি জানাচ্ছি । তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শাহ আলম ফকির জানান, সিরাজ গন্জ জেলা যুবদল যে দিন থেকে আমাকে তাড়াশ উপজেলা আহবায়ক দায়িত্ব দিয়েছেন সে দিন থেকে তাড়াশ উপজেলা যুবদলকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পেলাম তাড়াশ উপজেলা ৮টি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে যা সংবিধান পরিপন্থী।ইউনিয়ন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া এখতিয়ার শুধু মাত্র উপজেলা শাখার। কিন্তু বিগ্রেড কমিটি স্বেচ্ছাচারিতার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে যাহা গঠনতন্ত্র বিরোধী অতিসত্বর এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের দাবি জানাচ্ছি । সেই সাথে যারা এমন ঘৃণ কাজের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি