এস.এম.রুহুল তাড়াশী, স্টাফ রিপোর্টার :-
সিরাজগঞ্জ জেলা তাড়াশ উপজেলা ৫নং নওগাঁ ইউনিয়ন কালিদাশ নিলী গ্রামে যুব সম্প্রদায়ের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কলম ধর জীবন গড়, মাদক ছাড়ো খেলা ধর- এ শ্লোাগানকে সামনে রেখে ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৩জুন( রবিবার ) বিকেলে উপজেলার কালিদাস নিলী মধ্যে পাড়া ছাকাওয়াত হোসেন মাঠে এ ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।ফুটবল টুনামেন্টে বিবাহিত -অবিবাহিত, পাঁকা দাড়ি ও কাঁচা দাড়ি বনাম খেলায় অংশ গ্রহণ করে। ২-৩গোলে পরাজিত করে বিজয় হয় কালিদাস নিলী অবিবাহিত দল,অপরদিকে পাঁকা দাড়ি কে ট্রাই-ফিকারের এর মাধ্যমে ২-৩গোলে পরাজিত করে বিজয় ছিনে নে কাঁচা দাড়ি। এসয়ম সাংবাদিক এস.এম. রুহুল তাড়াশী সঞ্চালনায় উক্ত ফুটবল টুনামেন্টে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সরদার মোহাম্মদ গাজিউর রহমান ইউপি সদস্য ১নং ওয়ার্ড, কোরবান আলী, সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ,ইমন রহমান সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ হাবিবুল্লাহ বাহার ইনভারসিটি,
কামরুজ্জামান (ইয়াছিন)সভাপতি কালিদাস নিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ,মোস্তাফিজুর রহমান (মজনু) প্রবাসী রতন আকন্দ ।
সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।ইউপি সদস্য গাজীউর রহমান বলেন, আজকে কালিদাস নিলী গ্রামে যুব সম্প্রদায়কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন সামনে কোরবানি ঈদে আমরা বড়সড় জমকালো অনুষ্ঠান করবো গ্রামের সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ