“ট্রাফিক আইন মেনে চলি,নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ অক্টোবর সকাল ১১টার দিকে পৌর শহরের ঢাকামোড় বঙ্গবন্ধু চত্তর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনু্ষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় এবং উপজেলা নিবার্হী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। বিশেষ অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেসবাউল ইসলাম মন্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিরামপুর স্ট্যান্ড কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, উপজেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরামপুর স্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা ও সাধারণ সম্পাদক মুকুল সরকার, সিএনজি চালক আব্দুল মান্নান, ছানাউল হক সাদ্দাম প্রমুখ।
‘অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চগতি সড়ক দূর্ঘটনার একটি অন্যতম কারণ। সড়কে দূর্ঘটনা এড়াতে ড্রাইভারদের সাবধানতার সহিত গাড়ি চালাতে হবে। কোন ড্রাইভার নেশা অবস্থায় গাড়ি চালাবেন না এবং গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করবেন না। তাই ট্রাফিক আইন মেনে গাড়ি চলাতে হবে।’
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন যানবহনের ড্রাইভারগণ, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, শ্রমিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।