মোঃ নোমান ইসলাম বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭ নং পলিপ্রায়গপুর ইউনিয়নে একটি পুলিশ বক্স ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্ভোদন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম বার মহোদয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুম (ক্রাইম এন্ড অফস) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, বিরামপুর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম (বিরামপুর সার্কেল), অফিসার ইনচার্জ জনাব সুব্রুত কুমার সরকার, বিরামপুর থানার সংশ্লিষ্ট বিট অফিসার, ৭ নং পলিপ্রায়গপুর ইউনিয়নের চেয়ারম্যান,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম বার জানান, জনগনকে নিরাপত্তা দিতে পুলিশ সব সময় আপনার দোরগোড়ায়। দিনাজপুর জেলার বিরামপুর থানার ৭নং পলিপ্রায়গপুর ইউনিয়নে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ নানাবিধ অপরাধ দমনে বিরামপুর থানার আওতাধীন এ বীট পুলিশিং বক্সটি নিরাপত্তার সেবায় নিয়োজিত থাকবে।
এছাড়াও মহাসড়কে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এই পুলিশ বক্স সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। এছাড়াও তার বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার আহবান করা হয়।