“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব”এই শ্লোগানে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
(৬ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আলোচনা সভায় সভাপতিত্বের দায়িত্ব পালনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
এছাড়াও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, সহকারী প্রোগ্রামার (আইসিটি) পাপিয়া নাছরীন, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক (সিসিটি) মোস্তাফিজার রহমান মাসুম প্রমুখ।
উক্ত সভায় বক্তব্য বক্তারা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।