৭ থেকে ১৩জুলাই পর্যন্ত মহাসড়কে আরোপিত মোটর সাইকেল চলাচলের বিধি নিষেধ প্রত্যাহারের দাবীতে নীলফামারীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন মোটর সাইকেল চালকরা।
বুধবার বিকেলে (ছয় জুলাই) জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর কাছে এই স্মারক লিপি হস্তান্তর করা হয়।
এ সময় অনিকুল ইসলাম, আজিজ আহমেদ শুভ, মাসুদুর রহমান, রুবায়েত হোসেন, ফাহিম ইসলাম, জনি, মোহাম্মদ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় সড়ক পরিবহন মন্ত্রনালয় কর্তৃক আরোপিত বিধিনিষেধের ফলে ঈদ যাত্রায় মোটর সাইকেল আরোহীদের চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়েছে এবং সারাদেশে মোটর সাইকেল ব্যবহারকারীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
উল্লেখ করা হয়, ঈদে লাখো মানুষ পরিবার পরিজন নিয়ে ঘরমুখো হয় কিন্তু পরিবহণ ব্যবস্থার অপ্রতুলতার কারণে অনেকে নিজস্ব মোটর সাইকেল ব্যবহার করে ঘরে ফিরেন কিন্তু বিধি নিষেধের ফলে লাখো মোটর সাইকেল ব্যবহারকারী পরিবারের সাথে ঈদ উদযাপন করতে সমস্যার সম্মুখীন হবেন।
মাসুদুর রহমান বলেন, হেলমেট ও আনুসঙ্গিক নিরাপত্তা উপকরণ এবং ট্রাফিক আইনকানুন মেনে চললে সড়কে দুর্ঘটনা রোধ করা সম্ভব।
আমরা আশা করি সড়ক পরিবহন মন্ত্রনালয় থেকে মহাসড়কে মোটর সাইকেল চলাচলের বিষয়ে যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে সেটি প্রত্যাহার করে নেয়া হবে এবং নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনের সুযোগ সৃষ্টি করে দেয়া হবে।