দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বিরামপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, বিরামপুর এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন,পুলিশ সদস্য রিক্তা আকতার প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ, উপজেলার এনজিও এবং সেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।