১ মার্চ মঙ্গলবার বিকালে বিরামপুর উপজেলার ঢাকা মোড়ে চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুড অডিটরিয়ামে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দৈনিক আমাদের কন্ঠ প্রত্রিকার বিরামপুর প্রতিনিধি মোরশেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কন্ঠের দিনাজপুর ব্যুরো চিফ জি,এম, হিরু।
এছাড়াও অনুষ্ঠানে উক্ত পত্রিকার ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান সওদাগর, নবাবগন্জ উপজেলা প্রতিনিধি মতিয়ার রহমান, হাকিমপুর উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম সুইট, স্থানীয় পত্রিকা এজেন্ট মোঃ আবু হোসেন, ইত্তেফাকের বিরামপুর উপজেলা সংবাদদাতা নজরুল ইসলাম,দৈনিক সময়ের দেশ বিরামপুর উপজেলা প্রতিনিধি নোমান ইসলাম, সাংবাদিক আঃরশীদ,বায়েজিদ বোস্তামি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কেক কেটে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।