সৈয়দপুরে গরুর মাংস ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে গতকাল ২১ ফেব্রুয়ার। আজ ৫৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাগামহীন বাজার। মাংস বিক্রেতারা বলছে, গরুর দাম বেশি। গরুর খামারীরা বলছে গো খাদ্যের দাম বেশি। যেখানে গো খাদ্যের দাম বস্তাপ্রতি ৭০০/৮০০ টাকা ছিল। সেই বস্তা ১৪০০/১৬০০ টাকা।
গো খাদ্যের দাম বেশি কেন? উৎপাদন কম, আর পরিবহন খরচকে দুষছেন। পরিবহন খরচ বেশি কেন? তেলের দাম বৃদ্ধি।
যতই অজুহাত দেন না কেন। কষ্ট তো পাচ্ছে সাধারন ঘরের মানুষেরা এছাড়া নিত্যপ্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম লাগামহীন বেড়ে চলেছে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির করুণ অবস্থায় না কাউকে বলতে পারতেছে না কাউকে চাইতে পারতেছে এই যদি দেশের অবস্থা দার হয় সাধারণ মানুষ টাকার কাছে জানে এই প্রশ্ন কার কাছে থাকবে সাধারণ মানুষের প্রশ্ন এসব তদারকির দায়িত্ব কার? তারা কি বাজার মনিটারিং করছে? সৈয়দপুরে ভোক্তা আইন খাদ্য অধিদপ্তর প্রশাসনিক এই ব্যাপারে কোন তৎপরতা দেখা যায় না।