নীলফামারীতে কবিতা রানী(৩২) নামে উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জয়চন্ডি মাস্টারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে সদরের কুন্দপুকুর ইউনিয়নের কুটিপাড়া এলাকার সনাতন রায়ের স্ত্রী এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পাকেরহাট ভান্ডারদহ এলাকার দেবেন রায়ের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউফ।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে সেখানকার একটি খড়ের গাদা থেকে কবিতা রানীর লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ সনাক্ত করেন নিহতের ভাই প্রিয়নাথ রায়।
নীলফামারী থানার উপ—পরিদর্শক(এসআই) পরিতোষ রায় জানান, তাদের স্বামী—স্ত্রীর মধ্যে মনমানিল্য চলে আসছিলো। এরই জের ধরে গতকাল (১৯ ফেব্রুয়ারী) সকালে বাড়ি থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে উত্তরা ইপিজেড এর এভারগ্রীন ফ্যাক্টরীতে চলে আসে। সারাদিন সেখানে কাজও করেছে।
রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা তাকে খঁুজতে তাকে। এক পর্যায়ে আজ সকালে লাশের খবর পেয়ে জয়চন্ডি মাস্টারপাড়া থেকে তার সনাক্ত করেন নিহতের ভাই।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউপ জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।