১৭ ফেব্রুয়ারি সকালে নীলফামারীর সৈয়দপুরে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শ্বশুর- পুত্রবধূকে আটক করেছে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শ্বশুর- পুত্রবধূকে সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের বাড়াইশালপাড়ার (আদর্শ পল্লী) নিজবাড়ি থেকে আটক করা হয়। তারা হলেন, ওই এলাকার মো. হারুন-অর-রশিদ (৬০) ও তাঁর পুত্র মো. ওয়ালিউল শ্বশুর- পুত্রবধূকে আলী সরকারের স্ত্রী মোছা. বিলকিস (৩৫)। এ সময় নগদ ২ লাখ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তথ্য সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিল্পী রানী মিস্ত্রীর নেতৃত্বে তাদের বাড়ি ঘেরাও করে। এরপর মাদক ব্যবসায়ী মো. হারুন-অর-রশিদের দেহ তল্লাশি করে পরিহিত জ্যাকেট থেকে ৪০০ পিস এবং মোছা. বিলকিসের শয়নকক্ষের স্টিলের আলমিরা তল্লাশি করে ৩৭০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম ২ লাখ ৩১ হাজার টাকা। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক আব্দুর রহিম, পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল হকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল হক বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ টাকা ও দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।