বাংলাদেশ পুলিশের সদস্যগণ মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আশছে।
দেশের অভ্যন্তরে চোরা-কাবারি, মাদক ব্যবসায়ি, সন্ত্রাসি ও জঙ্গিগোষ্ঠী দমনসহ সামাজে চিহ্নিত অপরাধীদের আটক করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চি করতে সক্ষম হয়েছে।
দেশের অভ্যন্তরে চোরা-কাবারি, মাদক ব্যবসায়ি, সন্ত্রাসি ও জঙ্গিগোষ্ঠী দমনসহ সামাজে চিহ্নিত অপরাধীদের আটক করে, সামাজি শান্তি শৃঙ্খলা বজায় রাখার ধারাবাহিকতায়, রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল ২৪- জানুয়ারী (সোমবার) রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী, (ডিএসবি) এবং অতিঃ পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল-এর নির্দেশক্রমে তানোর থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান, রাজশাহীর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ মুন্ডুমালা পৌরসভার ৪নং ওয়ার্ডের মুন্ডুমালা বাজার এর জনৈক মোঃ মিলন সরদার (২৯) পিতাঃ মোঃ বকুল সরদার সং মুণ্ডমালা বাজার থানা- তানোর জেলা- রাজশাহীর বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরের বারান্দার পশ্চিম পাশে দেওয়াল সংলগ্ন বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ধূত আসামী ১। মোছাঃ জোসনা বেগম( ২০)স্বামী মোঃ মিলন সরদার সাং মুণ্ডমালা বাজার থানা-তানোর ,জেলা রাজশাহীর দেখানো মতে ৩,৯০০ (তিন কেজি ৯০০) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক মামলা রুজু করা হয় এবং এসআই(নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী ২। মোসাঃ হসিনা বেগম(৩৭), স্বামী-আঃ হান্নান, সাং-দিব্যস্থলী, থানা-তানোর, জেলা-রাজশাহীকে ১৮(আঠার) গ্রাম গাঁজা ও ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার পূর্বক মামলা রুজু করা হয় ও এসআই(নিঃ) নাসির উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিআর মামলা নং-৯২/২১, এবং সিআর মামলা নং-৯১/২১ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ৩। মোঃ আবুল কালাম, পিতা- আলেক মন্ডল, সাং-সাহাপুর, ৪। মোসাঃ হাসিনা বেগম(৩২), পিতা-মোঃ হাসেন আলী, সাং-দিব্যস্থলী সর্ব থানা-তানোর, জেলা –রাজশাহীদের গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে অদ্য ২৫- জানুয়ারী (মঙ্গলবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।