২১শে জানুয়ারী ২২ ইং তা দুপুর ১২.০০ টার সময় সৈয়দপুর বাসপাস সড়ক কামারপুকুর মরিয়ম চক্ষু হাসপাতালে উত্তর পার্শ্ব সুখিপাড়া ম্যাচ ফ্যাক্টরির সামনে হাইওয়ে রাস্তার উপর মাইক্রো এর সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়,।
সংঘর্ষে হেলমেটে বিহীন মোটরসাইকেল চালক মোঃ লিমন(৩৩) ঘটনাস্হলে মৃর্ত্যুবরন করেন। তার পিতার নাম মোঃ আঃ গফুর সং পাঠানের হাট, ফকিরপাড়া থানা বদরগন্জ জেলা রংপুর ।আহতরা হলেন মোটর সাইকেল আরোহী মোঃ বিয়াব হোসেন (১৬) পিতা মোঃ হাসান বাসরী সাং দলুয়া কোরানীপাড়া থানা সৈয়দপুর জেলা- নীলফামারী এবং মোঃ মাহাবুল (৪০) পিতা আজিজ সাং লালদিঘী ফকিরপাড়া থানা- বদরগজ্ জেলা রংপুর গুরুতর আহত হয়ে সৈয়দপুর ১০০ শষ্যা বিশিস্ট হাসপাতালে ভর্তি আছে। মৃত লিমন এর মরদেহ হাসপাতালে আছে। মাইেক্রা চালক পলাতক। মাইেক্রা ও মোটরসাইকেল থানায় আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।