নীলফামারীর সৈয়দপুরে দশ গ্রাম হেরোইনসহ আতিকুর রহমান সাজু (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর একটি দল।
মঙ্গলবার ( ১১ জানুয়ারী ) শহরের নয়াবাজার সিদ্দিক মিল এলকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতিকুর ওই এলাকার আইয়ুব উদ্দিনের ছেলে। তিনি গত পৌর নির্বাচনে এগার নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পুলিশ সূত্রে জানা যায়, আতিকুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের ওই দলটি তার তার বাড়িতে অভিযান চালান। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।