নীলফামারীর সৈয়দপুরে চারা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা। ১৯ নভেম্বর শুক্রবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মুন্সিপাড়া গ্রামে শতাধিক চারাগাছ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ পাওয়ার স্টেশনের সি ই ও কাব্য আহমেদ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক ও সেতুবন্ধন-এর উপদেষ্টা মোছাঃ শিউলি বেগম সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি বিথীইসলাম,মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারি,যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোকাররম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা , অর্থ সম্পাদক মোঃ মামুন প্রমুখ। উল্লেখ্য, সেতুবন্ধনের মাসব্যাপী চলা এই কর্মসূচিতে ১০০০ চারাগাছ বিতরণ করা হবে।