বুধবার ১৭ নভেম্বর বিমানের পাইলট ক্যাপ্টেন তানভীর ইসলাম এর পরিচালনায় নভোএয়ারের একটি উড়োজাহাজ (ফ্লাইট নং ভিকিউ-৯৬৭) ৬৯ জন যাত্রী এবং ০৪ জন ত্রু নিয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে উড্ডয়ন করে। যা সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে অবতরণের সময় সামনের চাকা ফেটে যায়। পাইলটের দক্ষতায় উড়োজাহাজটি রানওয়ের মাঝখানে থামাতে সক্ষম হয়।
এতে ওই দিন রাত ৯টা পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরের সমস্ত বিমানের উড্ডয়ন এবং অবতরণ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে বাংলাদেশ সিভিল এভিয়েশন কতৃর্পক্ষের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর ভারপ্রাপ্ত জিওসি ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া এবং কমান্ডার, ১৬ পদাতিক ব্রিগেড বিএ-৪৮১০ ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি রাতেই বিমানবন্দরে উপস্থিত হন এবং তার প্রত্যক্ষ নির্দেশনা ও ইএমই সেন্টার এন্ড স্কুলের সহযোগিতায় রাত সাড়ে ৩টার মধ্যে উড়োজাহাটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়।
এরপর আজ বৃহস্পতিবার ১৮ নবেম্বর সকাল সাড়ে ৮টা থেকে সৈয়দপুর বিমানবন্দরের সকল কার্যক্রম শুরু হয়।