দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের খানসামার উপজেলার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
সোমবার ১৫ নভেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতালটির উদ্বোধন করেন সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ভারপ্রাপ্ত ডাঃ জাকিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডাঃ শতাব্দী সাহা তিথি, ডাঃ নুর ফারিহা আইরিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, মেডিকেল অফিসার (ইউনানী) ডাঃ মোস্তাসিম তাহমিদ,আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আ.স.ম. আতাউর রহমান, আলোকঝাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মকছেদার গণি রাব্বু শাহ, সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, জনগনের কল্যাণে অনবরত কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা। স্বাস্থ্য খাত থেকে শুরু করে যেকোনো খাতে বাংলাদেশ আওয়ামীলীগ দেশের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। জনগনের সাহায্য পেলে সামনে শেখ হাসিনার নেতৃত্বে আরও সমৃদ্ধশালী হবে বলে আমি মনে করি।