“মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন – সম্পদ রক্ষা করি” এই স্লোগান সামনে রেখে দিনাজপুরের ৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক এর প্রধান অতিথীত্বে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় বিরামপুর ফায়ার সার্ভিসের উদ্যেগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সু যোগ্য ইউ এন ও পরিমল কুমার সরকার।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিরামপুর থানার এএসপি এ কে এম ওহিদুন্নবী,বিরামপুর থানার মাদক নির্মুল করার কান্ডারি (ওসি) সুমন কুমার মহন্ত, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হোসেন মন্ডল, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন, পজিটিভ বিডি নিউজ ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক এ কে এম মোরশেদ মানিক, নোমান ইসলাম, মানিক চৌধুরী সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মোঃ আনোয়ার হোসেন, ষ্টেশন অফিসার মোঃ আব্দুল আজিজ সহ ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ।