নীলফামারী জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জহুরুল আলীর ছেলে সকালে ট্রেনের ধাক্কায় দূঘটনাস্থালে মৃত্যু বরন করেন।
রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ইয়াছিন আলী (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে নীলফামারী-চিলাহাটি রেলপথের পলাশবাড়ি রেলঘুন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর এক্সপ্রেস রূপসা ট্রেনে কাটা পড়ে মারা যায় সে। ইয়াছিন সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গ্রামের জহুর আলী ছেলে এবং পলাশবাড়ি পরশমনি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, ইয়াছিন আলীর বাবা-মা ও দুথভাই ঢাকায় থাকেন। ইয়াছিন তার দাদা হোসেন আলীর বাড়িতে থেকে পড়শোনা করতো। সকালে প্রাইভেট শেষে সাড়ে আটটার দিকে বাড়ির পাশে রেললাইনের উপর বসে কানে হেডফোন ব্যবহার করে মোবাইলে গেম খেলছিলো।
এ সময় খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় সে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, পরিবারের লোকজন ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।