সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হল জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।
বুধবার ৬ অক্টোবর সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন পূজা সাহা,কৃষি সম্প্রসারণ অফিসার দিনেশ চন্দ্র রায়,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম সহ বিরামপুর পৌরসভার স্বাস্থ্য সহকারী কামরুজ্জামান বাদশা প্রমুখ।
এসময় উপজেলার ৭নং ইউনিয়ন পরিষদের সচিবগণ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।