দিনাজপুরের বিরামপুরে এই স্লোগানকে সামনে রেখে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শতভাগ ভাতা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় তালিকা প্রস্তুতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা পরিষদ হল রুমে সমাজসেবা কার্যালয়ে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক তালিকা প্রস্তুতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: খায়রুল আলম রাজু, পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম বলেন, উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় বয়স্ক ভাতা মোট ১ হাজার ৮থশত ৮৩ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ২ হাজার ৯থশত ৪ জন ভাতা ভোগীদের প্রাথমিক তালিকা প্রস্তুতকরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ভাতা পাওয়ার উপযুক্ত কেউ ভাতার জন্য যদি আবেদন করে অবশ্যই ভাতা পাবেন। তবে,যাচাই-বাছাই সাপেক্ষে তা পর্যায় ভাতার জন্য তালিকাভুক্ত করা হবে।
,