পরিমাপে কম দেয়ার অপরাধে বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে শহরের দত্তবাড়ি এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বগুড়া এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রূপম দাস। এ সময় বিএসটিআই বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) জুলফিকার আলীসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।