দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসন ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী করোনা মোকাবিলায় স্বাস্থ্য কর্মী ও পল্লী চিকিৎসকদের করণীয় বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন।
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও সমাজকল্যাণ পরিষদ কমিটি বাস্তবায়নে দুই দিনব্যাপী করোনা মোকাবিলায় স্বাস্থ্য কর্মী ও পল্লী চিকিৎসকদের করণীয় বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু,সভাপতিত্ব করেন,
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকার,বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজাবাউল ইসলাম মেজবা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত, বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন ও বিভিন্ন মেডিকেল অফিসার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।