বগুড়া গাবতলীর কাগইল বাজার বনিক সমিতির নেতৃবৃন্দদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে তিনমাথা মোড়ে শুক্রবার (১৭সেপ্টেম্বর২১) প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
অত্র সমিতি ও সচেতনমহলের উদ্যোগে মানবন্ধনে সভাপতিত্বে করেন সমিতির সভাপতি আজিজুল হক স্বপন হিরা। সংগঠনের উপদেষ্টা এবিএম আবু সাঈদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, কাগইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হিলু, সংগঠনের উপদেষ্টা আব্দুল বারী, সমিতির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম।