দিনাজপুর জেলার বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের করোনা থেকে সুরক্ষার জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার ৫শতাধিক মাস্ক হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার স্কুল-কলেজ ও মাদ্রাসা পরিদর্শনের অংশ হিসাবে বিরামপুর মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কলেজের ছাত্রীদের করোনা থেকে সুরক্ষার জন্য মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকারের হাতে ৫ শতাধিক মাস্ক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন-মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপাধ্যক্ষ মেজবাউল হক, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, দবিরুল ইসলাম, মোকলেছুর রহমান স্বপন, প্রভাষক মশিহুর রহমান, সুলতান মাহমুদ, এরশাদুল হক, জাকারিয়া সরকার নার্গিস আখতার , সঞ্চয় কুমার সরকার, শফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।