শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়া বাজার ষ্ট্যান্ডে বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর এই দুর্ঘটনা ঘটে।
প্রতাক্ষদর্শী সাইফুল ইসলাম নামে পিক আপ চালক জানায়,ধানের তুষ বোঝায় একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল।এ সময় বিপরীত দিক থেকে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় ট্রাকটিকে চাপা দেয়।এ সময় ট্রাকের চালক সজোরে ব্রেক করলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা সি,এন,জি চালিত অটোর ওপর পরে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ৫/৬ শ্রমিক লাফ দিলে একজন তুষের বস্তার নিচে পরে যায়। এতে ঘটনাস্হলে তার মৃত্যু হয়।আর অটোর যাত্রী ও চালক দ্রুত সরে পড়ায় প্রানে বেচে যায়।ট্রাকে থাকা আব্দুল জলিল নামের এক শ্রমিক জানান বগুড়ার শেরপুর থেকে ধানের তুষ বোঝায় করে বগুড়া পেপার মিলের দিকে যাচ্ছিল। ট্রাক আনলোড করার জন্য শেরপুরের ৭ জন শ্রমিক ট্রাকের বস্তার ওপর বসে ছিল।ট্রাকটি উল্টে যাওয়ার সময় য যার মত লাফিয়ে পড়েন।এতে ঘটনাস্হলে মারা যান শাহাদত হোসেন।নিহত শাহাদত হোসেন বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড় গ্রামের আফছার আলীর ছেলে তিনি শেরপুর লেবার( শ্রমিক) সমিতির সদশ্য,
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম জানান,শাহাদত হোসেনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।