দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৪৫০ মিটার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেন দিনাজপুর ৬ আাসনের সংসদ সদস্য মাননীয় এমপি শিবলী সাদিক।
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলীর সভাপতিত্বে, পৌর শহরের রেলগুমটি সুধিরের হোটেল (ডাকবাংলো) হতে রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেন।
উপস্থিত কালীন এমপি শিবলী সাদিক বলেন, বিরামপুর উপজেলার সার্বিক উন্নয়নে সবসময় পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ । তবে উন্নয়নের জন্য সাধারণ মানুষকে ধৈর্য্য সহকারে শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে।থ
তিনি আরো বলেন, আমার নির্বাচনী চার উপজেলায় আগামী দুই বছরের মধ্যে সব রাস্তা পাকাকরণের কাজ হাতে নেব। সকল প্রকার লোকজনকে রাস্তার জন্য কষ্ট সহ্য করতে না লাগে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি সেই লক্ষ্যে কাজ করে যাব।
পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী বলেন, পৌর শহরের ডাকবাংলো থেকে স্টেশন পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবত খারাপ থাকার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ সহ্য করপ হতো বিশেষ করে বর্ষা কালে । আমি দায়িত্ব নেবার পর সেই দুর্ভোগ রাস্তাটি কার্পেটিং করা হচ্ছে।রাস্তাটি কার্পেটিং সম্পন্ন হলে আর দুর্ভোগ পোহাতে হবে না জনসাধারণকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস-চেয়ারম্যান মেজবাউল মন্ডল, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী লীগের কর্মী এবং স্থানীয় সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।