নীলফামারী প্রতিনিধি :নীলফামারীর সৈয়দপুরে স্মার্ট বৈদ্যুতিক মিটার সংযোগ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যানের বাড়িতে প্রথম এই মিটার স্থাপনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৬ সেপ্টেম্বর সোমবার বিকালে এই সংযোগ স্থাপন কালে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, স্মার্ট বৈদ্যুতিক মিটার সংযোগ প্রকল্পের পরিচালক মাহবুবুল আলম চৌধুরী, প্রকল্প নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান দেওয়ান, নেসকো সৈয়দপুর দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং অন্যান্য প্রকৌশলী বৃন্দ।
অন্যদের মধ্যে ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন আহমেদ, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, কৃষিবিদ মোবিনুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম প্রমুুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যুগান্তকারী নানা পদক্ষেপের কারনে প্রযুক্তিগত সেক্টরগুলোর ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সংযোগ প্রদানে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
এখন গ্রাহক ভোগানি দূর ও বিদ্যুৎ অপচয় রোধে স্মার্ট মিটার সংযোগ কার্যক্রম চলছে। দেশের কয়েকটি বড় শহরে এর ব্যবহার করে অনেক সুবিধা পাওয়া গেছে। সৈয়দপুরবাসীকে এই সুবিধার আওতায় আনতে এ প্রকল্প শুরু হয়েছে।
নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) সৈয়দপুর দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, সৈয়দপুরের সব গ্রাহক এই মিটার ব্যবহার করলে বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন হবে এবং বিল নিয়ে ভোগান্তি থেকেও রক্ষা পাবেন।