দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে (০২ সেপ্টেম্বর) রাতে ৩১৫ লিটার দেশীয় চোলাই মদ, ১২৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং মদ বিক্রির কাজে ব্যবহৃত ৭৫টি প্লাস্টিকের খালি বোতলসহ এক আদিবাসী কে গ্রেফতার করেছে থানার এসআই শাহজাহান সিরাজ/ এসআই শাহিন শেখ সহ সঙ্গীও ফোর্স।
গ্রেফতারকারী উপজেলার খানপুর ইউপির রতনপুর (হিন্দু পাড়ার) বাবু লাল হাসদা,পিতা- মৃত লক্ষীরাম হাসদা। এ সময় তার সঙ্গে থাকা ১। শিমল হমরম,২।অসিম হেমরম,৩। সুশান্না হেমরম তিন আসামি কৌশলে পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।
থানার অফিসার (ইনচার্জ) ওসি সুমন কুমার মহন্ত জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত বাবু লাল হাসদাকে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামি দের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।