ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোঃলিঃ সুনামগঞ্জ জোনের এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচের শুভ উদ্ভোদন ২৩ আগষ্ট হয়েছে।
উদ্বোধন করেন সিলেট এরিয়া প্রধান, মাননীয় জাফর আহমেদ (ডিভিপি)।উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের এজেন্সি বিভাগের প্রধান মাননীয় মাহবুব নুরুজ্জামান লিটন (এভিপি)স্যার।
টঅনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনা করেন মাননীয় হরিপদ রায় টিপু(সি জেড এম)।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের মাননীয় প্রশিক্ষক মাহমুদুল হক স্যারের দক্ষ প্রশিক্ষণে মুগ্ধ ১০১জন প্রশিক্ষনার্থী।উপস্থিত ছিলেন সুনামগঞ্জ, দিরাই,ছাতকের ডিসিবৃন্দসহ জনবীমা সুনামগঞ্জের প্রধান বাবু মনোরঞ্জন সরকার।