দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদক সেবনের দায়ে দুই জনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে দিনাজপুর জেলাতে প্রেরন করা হয়।
আজ ২৩ আগষ্ট (সোমবার) বিরামপুর থানা পুলিশ এবং বিরামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে অফিসার এএসআই/( নিঃ) মোঃ আব্দুল হাকিম ও সঙ্গীও ফোর্স সহ মাদক সেবনের দায়ে দুই জন কে আটক করে। আটক কৃত আসামিরা হলেন, বিরামপুর উপজেলার (কৃষ্ণচাদপুর) এলাকার মৃত হাকিমুদ্দিনের ছেলে চান মিয়া (৫০),অপর আসামি উপজেলার টাটকপুর এলাকার মোঃ আব্দুল খালেকের ছেলে ইব্রাহিম (৪০) কে মাদক সেবনের দায়ে গ্রেফতার করে আসামি দের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে (মাদক সেবন) মামলা হয় এবং মামলাদায়ে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড হয়, তাদের আজ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হইয়াছে।
সেই সাথে মাদক সেবনের দায়ে উপজেলার পূর্ব পাড়ার মানিক মন্ডল(৪৫) একজনের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়,তবে পরিবারের স্ত্রী- দুই সন্তানের উপর কোনো অভাব অনটন না পড়ে সেই দিক থেকে বিবেচনা করে বিরামপুর উপজেলার সু যোগ্য ইউ এন ও পরিমল কুমার সরকার তাদের খাদ্য সহায়তা করে।
খাদ্য সহায়তার মধ্যে ছিল, ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও সেমাই- চিনি।
উপজেলার ইউ এন ও পরিমল কুমার সরকার বলেন,মাদক সেবন করছেন স্বামী শাস্তি ভোগ করবে স্বামী, তবে পরিবারের লোকজন দের কি হবে সেই চিন্তা করে এই সহয়তা প্রদান করা হয়।