দিনাজপুরের খানসামায় ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে খানসামা উপজেলার পাকেরহাটে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থ-মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল হক সরকার, আকতার হোসেন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ভাবকী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ, আংগারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রেজাউল করিম, যুব মহিলা লীগের সভাপতি পলি রায় প্রমুখ।
এসময় আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, বর্বরোচিত গ্রেনেড হামলা বাংলাদেশের ইতিহাসে আরেকটি নস্কারজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। সেদিন বাংলাদেশের গনতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ২১শে আগষ্টের সকল নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এছাড়াও ভয়ানক গ্রেনেড হামলার সাথে জড়িত সকলের অতি দ্রুত শাস্তির দাবি করেন তিনি।