আজ ১৫ আগস্ট (রবিবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ।
সারাদেশের ন্যায় আজ দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রশাসনের আয়োজনে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আগষ্টের শোকাবহ বেদনাদায়ক শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ সকালে পৌর ঢাকা মোড় চত্বরে ও উপজেলা চত্বরে পুষ্প দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, অনুষ্ঠান শেষে সকল শহীদের জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিরামপুর থানার এএসপি সার্কেল একেএম ওহিদুন্নবী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, ওসি তদন্ত মোঃ মতিয়ার রহমান।
উপজেলার ইউ এন ও পরিমল কুমার সরকার, উপজেলার চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌর মেয়র আক্কাস আলী, উপজেলার ভাইস চেয়ারম্যান মেজবাউল মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর মন্ডল।
তাছাড়াও ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, যুবলীগ মুক্তিযুদ্ধা সহ সকল আওয়ামী লীগের নেতা কর্মী,বিরামপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।