দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন মাদকসেবীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে পেক্ষিতে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ আগষ্ট) বিরামপুর উপজেলার ইউ এন ও পরিমল কুমার সরকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় ওই এলাকা থেকে তিন মাদকসেবীকে হাতে নাতে আটক করেন।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে মাদকসেবন কারী মামলা অনুযায়ী এক জনকে এক বছরের ও উপর দুই জনকে ছয় মাসের বিনা শ্রম কারা দন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকার।
মাদকসেবন কারীরা হলেন,বিরামপুর পৌর শহরের ইসলাম পাড়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে মঈনুল ইসলাম(৩০), নবাবগঞ্জ উপজেলার শগুনখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে আবু সাঈদ(৪০), ও একই উপজেলার হরিলাখুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাবুল (৪০)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, মাদক সেবনের দায়ে ভাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তদের আজ মঙ্গলবার (১০ আগষ্ট) দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করা হয়। এদের মধ্যে একজনকে এক বছর ও অপর দুইজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বিরামপুর উপজেলাকে মাদকমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।