আজ শুক্রবার (৬ আগস্ট) দিনাজপুরের বিরামপুরে পৌর এলাকায় শিমুলতলী (গড়েরপাড়) গ্রামের পিতাঃ নুর আলমের কন্যা গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। তার স্বামীর বাড়ী রুপরামপুর গ্রামের সুজনের স্ত্রী সাদিয়া আক্তার মিম বয়স(২২)।
বিরামপুর থানার এস,আই শাজাহান সিরাজ জানান,আজ শুক্রবার সকালে সাদিয়া আক্তার মিম নামে এক গৃহবধু পৌর শহর এলাকার শিমুলতলী (গড়েরপাড়) গ্রামে তার (পিতা-মাতার)বাড়িতে সবার অগোচরে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মা,ভাই দেখতে পায়,পরে আশেপাশের লোকজনদের খবর দিলে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃআবদুল্লাহ আল মাহমুদ শোভন তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।
সংবাদ পেয়ে থানার পুলিশ সেখানে গিয়ে আত্মহত্যা জানার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মৃতের মা ও ভাই থেকে জানা যায়, প্রায় ৩ বছর আগে একই উপজেলার রূপরামপুর গ্রামে সুজনের সাথে সাদিয়ার বিয়ে হয়। প্রায় এক বছর আগে মিমের মানসিক সমস্যা দেখা দেয়, তখন তার চিকিৎসা চলছিল। এক সপ্তাহ পূর্বে মিম এখানে বেড়াতে আসে। কয়েকদিন থেকে মিম পরিবারের সদস্যদের সাথে তার (মাথকে) বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে থাকে । তবে আজ শুক্রবার সকালে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
বিরামপুর থানার তদন্ত (ওসি) মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি জানান, এ ঘটনায় বিরামপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তত শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে