দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লোহাচড়া গ্রামের একজন অসহায় বৃদ্ধ অন্ধ মহিলা জুলেখা।
মায়ের গর্ভ থেকে তিনি অন্ধ। স্বামী, ছেলে মেয়ে কেউ নেই। অন্ধ অবস্থায় তিনি মানুষের বাসায় কাজ করে তার দিন চলতো। এখন তিনি সেটাও করতে পারেন না বয়স ভারে। তার দেখা শোনার মতো কেউ নেই। এমনকি তিন বেলা খাবার জোটাতেও পারেন না। ছোট্ট একটি ভাঙ্গাচুরা ঝরাজীর্ণ ঘরে তার বসবাস। তার ঘরে টিনের চাল দিয়ে পানি পরে সামান্য বৃষ্টিতে। শোয়ার মতো একটি খাঁট নেই।
এমতা অবস্থায় তিনি খুব অসহায় হয়ে পড়েছেন। এলাকার স্থানীয় বিত্তবান, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংসদ সদস্য দিনাজপুর ৬ আসনের অসহায় গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু শিবলী সাদিক এর সুদৃষ্টি কামনা করছেন।