দিনাজপুর জেলার খানসামা উপজেলায় দুইবছর পর নিয়োগ পেল অ্যাম্বুলেন্স চালক। বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় চালকের অভাবে পড়ে আছে এ্যাম্বুলেন্স এই শিরোনামে সংবাদ প্রকাশের পর দিনাজপুর -৪ আসনের সংসদ সদস্য ( সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি) আবুল হাসান মাহমুদ আলীর নির্দেশনায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আহমেদ মাহবুব-উল ইসলাম এর সহায়তায় জরুরী ব্যবস্থাপনায় অস্থায়ী ভিত্তিতে চালক নিয়োগ দিয়ে এ্যাম্বুলেন্স সেবা শুরু করা হল।