দিনাজপুরের খানসামা উপজেলায় করোনা সংক্রমণ হার কমাতে ও সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করছেন (ভূমি)সহকারী কমিশনার মারুফ হাসান।
গত শুক্রবার সকাল ৬টা থেকে এই বিধি নিষেধ শুরু করা হয়েছে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের পাশাপাশি এসিল্যান্ড মো.মারুফ হাসান বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
সোমবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে সরকারী নির্দেশনা অমান্য করার দায়ে ৬টি মামলায় ৫৯৫০ টাকা আদায় করে এসিল্যান্ড।
সহকারী কমিশনার (ভূমি)/ এসিল্যান্ড মো. মারুফ হাসান বলেন, প্রানঘাতী করোনার সংক্রমণ হার কমাতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ অভিযান চলমান রয়েছে। তিনি আরো জানান, এটি অব্যাহত থাকবে। কেননা মানুষ সচেতন না হলে সংক্রমণ কমবে না। এছাড়াও সবাইকে স্বাস্থ্যবিধি
মেনে চালার নির্দেশ দেন।