বগুড়ার শিবগঞ্জে শামিম হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের মাশিরা ঈদগাহ মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত শামিম ওই এলাকার মোহাম্মাদ এরশাদের ছেলে সে পেশায় একজন দিনমজুর ছিল।
পুলিশ জানায়, তার পরিবার জানিয়েছেন বাসায় পারিবারিক কোলহের জের ধরে তিনি বের হয়ে আসেন। এরপর স্থানীয়রা শামিমকে ঈদগাহ মাঠে পরে থাকতে দেখলে তার পরিবারের সদস্যরা সেখানে আসেন। তবে সেখানে তিনি মৃত পরেছিলেন। পরিবারের ধারণা শামিম গ্যাসে ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
শিবগঞ্জ থানা পুলিশের এসআই এমরান হোসেন জানান, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পরিবারের দাবি, শামিম গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। তারপরও মরদেহ এরকম ঈদগাহ মাঠে পাওয়ায় আমরা মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহ মেডিকেলে পাঠানো হয়েছে।।