শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দারুল আরকাম সরকারি মাদ্রাসার ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ  সম্পন্ন তাহিরপুরে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি” প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার গাজীপুরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন দক্ষিণ সাতলা-রাজাপুর ৪ কি.মি. ইটের সোলিং রাস্তার বেহাল দশা নকলায় ‘মাদক’কে না বলুন কর্মসূচি বাস্তবায়ন বরিশালে নিরাপদ খাদ্য পরিদর্শকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গাজীপুরে দারুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় কোরআন সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে পরিবেশ নদী বায়ু দূষণ ডেঙ্গু মশার উৎপাতে জনসচেতনতার দাবিতে মানববন্ধন গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশে এসআই হলেন রাবির ৬০ শিক্ষার্থী | সময়ের দেশ

জিয়ারত হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশে এসআই হলেন রাবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ৬০ শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন।
সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। চলতি মাস থেকেই তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

নিয়োগপ্রাপ্ত কয়েকজনের সাথে কথা বলে জানা যায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ১৫ জন, আইন অনুষদের ৪ জন, বিজ্ঞান অনুষদের ১৩ জন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ৪ জন, প্রকৌশল অনুষদের ২ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৫ জন, কলা অনুষদের ৫ জন এবং কৃষি অনুষদের ২ জন।

নিয়োগপ্রাপ্ত বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের মঞ্জুরুল ইসলাম হিমেল, মাহ্ফুজ রহমান, রোকনুজ্জামান মিয়া, নাজমুল হোসাইন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সজীব মোল্লা, শাহ আলী, নাসরিন সুলতানা জ্যোতি, ফাহিম হোসেন, মুন্নাফ হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রাসেল ইসলাম, রশির উদ্দিন, রেজোয়ানুল হক, ফাইন্যান্স বিভাগের আল নোমান, রাকিবুজ্জামান, ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সাইদুর রহমান।

এবং আইন অনুষদের শিক্ষার্থীরা হলেন মঞ্জুরুল ইসলাম, আবু সাইদ, রিপন চ্যাটার্জী এবং জাহিদ হাসান।

বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের আলাউদ্দিন, আল আমিন হক, পদার্থবিজ্ঞান বিভাগের রাসেল আহমেদ, মমিনুর রহমান, সঞ্জয় হোসেন, আল মামুন, নাজিবুল হক, গণিত বিভাগের অমিত কুমার পাল, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাইফুল ইসলাম, মোহাইমিনুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের শরিফুর রহমান, মনিরুল ইসলাম, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সুফিয়ান সাত্তারী।

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাইফুল ইসলাম, প্রাণিবিদ্যার আলমগীর, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সোহেল রানা, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সজিবুর রহমান।

প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরান হোসেন, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের হাবিবা সুলতানা।

সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা হলেন লোক প্রশাসন বিভাগের প্রীতম রায়, মোস্তাফিজুর রহমান, সমাজকর্ম বিভাগের ইমরান হোসেন, শারমিন সুলতানা, আওয়াল কাফি বাপ্পা, সমাজবিজ্ঞান বিভাগের শাহীন কবির, শফিউল ইসলাম, মাহমুদুল হাসান, মুরাদ হোসেন, আখতারুজ্জামন বিপুল, মীর তাসনিম তন্বী, অর্থনীতি বিভাগের খায়রুল বাশার, জুয়েল রানা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের মহসীন চৌধুরি, দিলীপ কুমার রায়।

কলা অনুষদের শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের সুজন আলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তামান্না বিনতে কালাম, ইতিহাস বিভাগের আরেফিন ইসলাম, ইংরেজি বিভাগের শামীম মাহাদী, সংস্কৃত বিভাগের উপমা কুন্ডু।

কৃষি অনুষদের শিক্ষার্থীরা হলেন ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মোহাইমিনুল ইসলাম ও রাসেদ খান।

সদ্য নিয়োগপ্রাপ্ত সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ২০২০ সালের ১৪জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু হয়। এবারে ট্রেনিং নেয় ১২৩১ জন শিক্ষার্থী। আজ আনুষ্ঠিতভাবে শেষ হলো এক বছরের প্রশিক্ষণ।

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ পুলিশে ৩৭তম বহিরাগত ক্যাডেট এসআই পদে ৯০ জন এবং ৩৬তমতে ৭৫ জন শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।

এসময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে জনমানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করে প্রতিকূল ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের নারী কল্যাণ সমিতি(পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জা,অতিরিক্ত আইজিগন,ও পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান,রাজশাহী বিভাগ ও জেলার উচ্চপদস্থ কর্মকর্তা সহ ক্যাডেটদের পরিবারের লোকজন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102