শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দারুল আরকাম সরকারি মাদ্রাসার ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ  সম্পন্ন তাহিরপুরে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি” প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার গাজীপুরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন দক্ষিণ সাতলা-রাজাপুর ৪ কি.মি. ইটের সোলিং রাস্তার বেহাল দশা নকলায় ‘মাদক’কে না বলুন কর্মসূচি বাস্তবায়ন বরিশালে নিরাপদ খাদ্য পরিদর্শকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গাজীপুরে দারুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় কোরআন সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে পরিবেশ নদী বায়ু দূষণ ডেঙ্গু মশার উৎপাতে জনসচেতনতার দাবিতে মানববন্ধন গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জমে উঠেছে গাসিক নির্বাচন : ১২ জন মেয়র ও ২৯০ জন কাউন্সিল প্রার্থীর মনোনয়ন জমা, গণসংযোগে ব্যস্ত প্রার্থীগন

জাহিদ বকুল ও আল-আমীনঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

 

জাহিদ বকুল ও আল-আমীনঃ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ জন, কাউন্সিলর পদে ২৯০ জন, সংরক্ষিত মহিলা আসন পদে ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ছিলো মনোনয়নপত্র জমার শেষ দিন। গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ আগামী ২৫ মে।

মেয়র পদে মনোনয়ন জমা দানকারীরা হলেন, জাতীয় পার্টির গাজীপুর মহানগর শাখার সভাপতি এম এম নিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন মন্ডল (স্বতন্ত্র), মো. আতিকুল ইসলাম (গণফ্রন্ট), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, মো. রাজু আহমেদ (জাকের পার্টি), সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র), হারুন অর রশীদ (স্বতন্ত্র), আবুল হোসেন (স্বতন্ত্র), মোহাম্মদ অলিউর রহমান (স্বতন্ত্র), আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খান, মো. জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র) ও জায়েদা খাতুন (স্বতন্ত্র)।

 

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১৩ জন, জমা দিয়েছে ১২ জন। কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৩৪৩ জন, জমা দিয়েছে ২৯০ জন। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৮৯ জন, জমা দিয়েছে ৮২ জন।

 

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ হলো ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে মনোনয়নপত্র জমা শেষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীগন মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন রাত দিন। মেয়র প্রার্থীদের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গনসংযোগ করতে দেখা গেছে। অপরদিকে কাউন্সিলরগণও নিজ নিজ ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
গাসিক নির্বাচনকে কেন্দ্র করে নগরের প্রতিটি ওয়ার্ডে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।

 

তবে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র এডভোকেট মোহাম্মাদ জাহাঙ্গীর আলমকে নিয়ে জনমনে চলছে জল্পনা কল্পনা। তার মায়ের নামে মনোনয়নপত্র জমা দেওয়ার নিয়েও কৌতুহল বাসা বেধেছে জনমনে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে এ্যাডভোকেট আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন কিন্তু পরে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আজমত উল্লা খানকে সমর্থন দেন। তবে  ঐ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মরহুম অধ্যাপক এম.এ মান্নান বিজয় অর্জন করে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন।

 

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২য় বার ২০১৮ সনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করে মেয়র নির্বাচিত হয়েছিলেন এ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

এবার ২৫ মে ২০২৩ গাসিকের তৃতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন এ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনসহ নৌকা প্রতীকের জন্য আওয়ামীলীগ কেন্দ্রীয় পর্যায়ে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় ও নৌকা প্রতীকে মনোনীত করেন এডভোকেট আজম উল্লাহ খানকে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102