গাজীপুরে পিতা ও পুত্রের যৌথ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন এ এ ট্রেডার্স এর মালিক রড সিমেন্ট বিক্রেতা আলহাজ্ব মোঃ জুলহাস উদ্দিন। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে গাজীপুর সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ডের মারিয়ালি কলাবাগান নামক স্থানে এ এ ট্রেডার্স এর মালিক রড সিমেন্ট বিক্রেতা ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জুলহস উদ্দিনের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় মোহাম্মদ লুৎফর রহমান (৬৫) ও মোশারফ হোসেন (৩৮)। উভয়ে পিতা ও পুত্র। সন্ত্রাসীরা লোহার রড দিয়ে জুলহাস উদ্দিনের উপর হামলা চালিয়ে তার মাথা মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক রক্তাক্ত জখম করে এবং মুখের কিছু অংশের দাড়ি গোড়ালি থেকে ছিড়ে ফেলে। এসময় জুলহাস উদ্দিনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে তাকে আহত অবস্থায় তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
জুলহাস উদ্দিন জানান, তার ব্যবসার সফলতায় ঈর্ষান্বিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে তাকে মেরে ফেলার উদ্দেশে তার উপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বর্তমানের সন্ত্রাসীরা তার বাসাসহ তার ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে ঘুরাঘুরি করে হুমকি-ধমকি দিচ্ছে পুনরায় তার উপর হামলা চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসহ তাকে ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার উদ্দেশ্যে। ভুক্তভোগী জুলহাস উদ্দিন আরো বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি এর ন্যায় বিচার চাই।
এ ব্যাপারে ভুক্তভোগী আলহাজ্ব জুলহাস উদ্দিন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মুসাব্বির হোসেনের এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত করে বিষয়টির সত্যতা পাওয়া গেছে, মামলা প্রক্রিয়া দিন আছে, আশা করি ভুক্তভোগী ন্যায়বিচার পাবেনা।
এই নেক্কার জনক ঘটনায় এলাকার চরম ক্ষুবের সৃষ্টি হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এলাকাবাসী।