গত ইং ২৩-১২-২০২২ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের জামিরদিয়া মাষ্টারবাড়ী সাকিনের পি এ নীট কম্পোজিট লিঃ এর ১০০ গজ দক্ষিণে ঢাকাগামী লেনে একটি অজ্ঞাতনামা গাড়ীর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া অজ্ঞাতনামা পুরুষ বয়স আনুমানিক (৩৮) বছর কে রাস্তা পারাপারের সময় স্বজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পরে গিয়ে মাথাসহ ডান পা ভেঙ্গে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে ঘটনা স্থলেই মারা যায়। উক্ত অজ্ঞাত লাশের অনুসন্ধানের জন্য ভরাডোবা হাইওয়ে থানার পক্ষ থেকে মাইকিং, বাংলাদেশের সকল থানায় বার্তা প্রেরণ ও ছবি সহ লিফলেট বিতরণ করেও অদ্যাবধি পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায় নাই। যদি কেউ উক্ত ব্যক্তি তথ্য পান তাহলে ভরাডোবা হাইওয়ে থানার এসআই(নিঃ)/ মোহাম্মদ আশরাফুল হক, মোবাইল-০১৭৮৩১১৫০৫১ কে জানানোর জন্য অনুরোধ করা হল।