বিএনপির ১০ দফা দাবি মেনে নেয়া না হলে, দাবি পূরণের জন্য দেশের জনগণ রাজপথে নেমেছেন। শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েই ঘরে ফিরবে তারা। এ ব্যাপারে কোন আপস করা হবে না।
শুক্রবার ৬ ডিসেম্বর সকালে গাজীপুরের সাগর সৈকত কনভেনশন সেন্টারে মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমান উল্লাহ আমান এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, এই আওয়ামী শেখ হাসিনা সরকার জনগনের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের সময় ১০ জন বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে। এই সরকারের অধিনে কোনভাবেই নির্বাচন হতে দেয়া হবে না, এর জন্য প্রয়োজনে শত শত নেতাকর্মী রাজপথে জীবন উৎসর্গ করবে। বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ব্যাখা বিশ্লেষণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে নেতাকর্মীদের নিয়ে আন্দোলনের আলোচনা করেন আমান। অনুষ্ঠানে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড.আব্দুস সালাম আজাদ, গাজীপুর মহানগরের বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।