গাজীপুর মহানগীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের গোবিন্দপুর মৌজায় ছোট গোবিন্দপুর ঢালাস সিটি এলাকায় হামিদ দেয়ানের স্ত্রী আনোয়ারা বেগমের ক্রয়কৃত জমিতে ব্যাংক লোন নিয়ে করা বাড়ির কাজ অবৈধ ভাবে বন্ধ করে দেন রাশিদা বেগমের ভাড়া করা সন্ত্রাসীবাহিনী,, সরেজমিনে গিয়ে আমাদের প্রতিনিধি জানতে পারেন যে আনোয়ারা বেগমের ৮.২৫ শতক জমিতে বাড়ির কাজ চলমান অবস্থায় বেআইনি ভাবে ১৪৪ দারা জারি করে কাজ বন্ধ ও তার ভাড়া করা সন্ত্রাসীরা তাকে প্রাণ নাসের হুমকি দিয়ে বলেন ওই জমিতে ও বাড়ির ত্রি-সীমানায় যেন না দেখি, কিন্তুু জমির কাগজ বলছে অন্য কথা, জমির কাগজে সব রকম দলিল যাচাই বাচাই করে জানতে পারি ওই জমির কোন অংশই রাশিদার নামে নাই, জমির ক্রয়কৃত সুত্রে মুর মালিক আনোয়ারা বেগম।
(আরো বিস্তারিত আসছে)