শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরনদুধনই আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ ডিসেম্বর শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন শেরপুর – ৩ ( ঝিনাইগাতী- শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একে এম ফজলুল হক চাঁন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিউল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, প্রভাষক হামিদুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কেরামত আলী,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম প্রমুখ।
এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী দলীয় নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।