রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ১৫ ডিসেম্বর বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ড. তাহমিনা খান। প্রোগ্রাম চেয়ার হিসেবে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এ্যাডভোকেট জাহিদ হাসান বাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ড. মোঃ হারুন অর রশিদ। ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান মোঃ সামছুল আলম শিবলী, রোটারিয়ান ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, রোটারিয়ান ড. মোঃ নাজমুসসাদেকিন, প্রসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ আতাউর রহমান রিপন ও রোটারিয়ার আরিফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোঃ সাহেদ মাহমুদ।
বক্তব্য শেষে উপস্থিত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী’র একজন রোটারেক্টরকে রাইলায় অংশগ্রহণের জন্য স্পন্সর করা হয়।
এর পর উক্ত অনুষ্ঠানে দুইজন নতুন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। নতুন সদস্যগন হলেন বিশিষ্ট সাংবাদিক রুমি আক্তার পলী ও প্রশিক্ষক মোঃ আব্দুল জলিল । তাঁদের দুইজনকে শপথ বাক্য পাঠ করানোর পর ক্লাবের পক্ষ থেকে প্রসিডেন্ট ফুল দিয়ে বরন করে নেন।
এছাড়া রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী’র
সভাপতি রোটার্যাক্টর সৈয়দ আশরাফ উদ্দীন,
সেক্রেটারি রোটার্যাক্টর আসাদ উজ জামান ও
আইপিপি রোটার্যাক্টর মোঃ নাঈম হোসেন চৌধুরীসহ অন্যান্য রোটারেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।